রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। বিমান বিধ্বস্তের পর ভয়াবহ আগুন থেকে বেঁচে ফেরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বলেন, ‘ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কারোরই কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না।’
বিমানটি যে ভবনের ওপর আছড়ে পড়ে, সেই ভবনে থাকা শিক্ষার্থীরা ছুটির ঘণ্টা পড়ার পর ক্লাস থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল জানিয়ে ওই শিক্ষক বলেন, ‘এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসলো। আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম—তারপর ধোঁয়া।’নিজের আঘাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার হাত পুড়ে গিয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমার মুখ ও কান ঝলসে গেছে।’
এ অবস্থায় দ্রুত ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড় নিয়ে এসে নিজের নাক ঢাকেন জানিয়ে ওই শিক্ষক বলেন, ‘কাছে থাকা বাচ্চাদেরও আমি একই কাজ করতে বললাম। তাদের অনেকের শার্টে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল। আমি তাদের নিচু হয়ে থাকতে এবং মুখ ঢাকতে বললাম।’
ওই শিক্ষকের সঙ্গে তিনজন শিক্ষার্থী সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তাদের ভেতর গুরুতর দগ্ধ একজনকে সিএমএইচ-এর বার্ন ইউনিটে রেফার করা হয়।
আরও পড়ুনঃ পাইলট নিহত, হাসপাতালে হতাহতের তালিকা দিলো আইএসপিআর
তিনি বলেন, ‘ওই শিক্ষার্থীর শরীরের কিছু অংশে চামড়া উঠে গিয়েছিল। আমি আমার পরা কাপড় দিয়ে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে গেলাম। আমি নিজেও যন্ত্রণায় কাতর ছিলাম। কিন্তু আমি নিজেকে স্থির রেখে অন্যদের শান্ত রাখার চেষ্টা করলাম।’
আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুন
আত্মগোপনে থাকা ডা. সামন্তকে চিকিৎসায় যুক্ত করা সম্ভব কি না, প্রশ্ন অনেক নেটিজেনের
দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানিয়েছে সেনাবাহিনী
অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে ম্যাডাম মেহেরীন নিজেই লড়ছেন মৃত্যুর সঙ্গে
‘ক্লাস চলছিল, হঠাৎ একটা শব্দ হয়, দেখি বাচ্চারা রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসছে’
সর্বশেষ সংবাদ
আত্মগোপনে থাকা ডা. সামন্তকে চিকিৎসায় যুক্ত করা সম্ভব কি না, প্রশ্ন অনেক নেটিজেনের
July 21, 2025
দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানিয়েছে সেনাবাহিনী
July 21, 2025
অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে ম্যাডাম মেহেরীন নিজেই লড়ছেন মৃত্যুর সঙ্গে
July 21, 2025
‘ক্লাস চলছিল, হঠাৎ একটা শব্দ হয়, দেখি বাচ্চারা রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসছে’
July 21, 2025
পাইলট নিহত, হাসপাতালে হতাহতের তালিকা দিলো আইএসপিআর
July 21, 2025
Logo
Copyright © 2025 DMN Expressতিনি বলেন, ‘ওই শিক্ষার্থীর শরীরের কিছু অংশে চামড়া উঠে গিয়েছিল। আমি আমার পরা কাপড় দিয়ে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে গেলাম। আমি নিজেও যন্ত্রণায় কাতর ছিলাম। কিন্তু আমি নিজেকে স্থির রেখে অন্যদের শান্ত রাখার চেষ্টা করলাম।
Post a Comment