বড় সুখবর বিকাশ গ্রাহকদের জন্য

 

দেশের অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ এবার গ্রাহকদের জন্য নিয়ে এলো সহজ ও ঝামেলামুক্ত সাপ্তাহিক ডিপিএস সেবা। এখন থেকে মাত্র ২৫০ টাকা দিয়ে সপ্তাহে সপ্তাহে ঘরে বসেই ডিপিএস (Deposit Pension Scheme) খোলা যাবে বিকাশ অ্যাপের মাধ্যমে, যেখানে ব্যাংক হিসাব খোলার মতো কোনো কাগজপত্র লাগবে না।

এই নতুন সেবা ব্র্যাক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেডের অংশীদারিত্বে চালু হয়েছে। গ্রাহকরা ৬ অথবা ১২ মাস মেয়াদে নির্ধারিত সাপ্তাহিক কিস্তি জমা দিয়ে মেয়াদ শেষে লাভসহ পুরো টাকা চার্জ ছাড়াই বিকাশ অ্যাকাউন্টে উত্তোলন করতে পারবেন।সাপ্তাহিক কিস্তি: ২৫০, ৫০০, ১,০০০, ২,০০০ ও ৫,০০০ টাকা থেকে বেছে নেওয়ার সুযোগ।
মেয়াদ: ৬ অথবা ১২ মাস।
মুনাফা সহ ক্যাশ আউট: মেয়াদ শেষে চার্জ ফ্রি।
কাগজপত্রের প্রয়োজন নেই: পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল।
নির্ধারিত দিনে কিস্তি কেটে নেওয়া হবে বিকাশ অ্যাকাউন্ট থেকে।
কীভাবে খুলবেন সাপ্তাহিক ডিপিএস?
১. বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘সেভিংস’ অপশনে যান।
২. ‘নতুন সেভিংস খুলুন’ নির্বাচন করে ‘ডিপিএস’ অপশন বেছে নিন।
৩. সেভিংসের উদ্দেশ্য, মেয়াদ (৬ বা ১২ মাস), এবং সাপ্তাহিক কিস্তির পরিমাণ নির্বাচন করুন।
4. আপনার পছন্দের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করে বিস্তারিত দেখুন।
5. নমিনির তথ্য দিন এবং পিন দিয়ে কনফার্ম করুনডিপিএস খোলার পর প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেওয়া হবে। তবে যদি নির্ধারিত দিনে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, বিকাশ তিন দিন পর্যন্ত কিস্তি সংগ্রহের চেষ্টা করবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post