আগেইসরায়েল থেকে নাগরিকদের সরে যেতে বলল

 

আগেইসরায়েল থেকে নাগরিকদের সরে যেতে বলল চীনা দূতাবাস

ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বেইজিংয়ের দূতাবাস।


এক বিবৃতিতে চীনা দূতাবাস উইচ্যাটে জানিয়েছে, "ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করার কথা মনে করিয়ে দিচ্ছে চীনা মিশন।"


বিবৃতিতে আরও বলা হয়েছে, "জর্ডানের দিকে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।"


বেইজিংয়ের দূতাবাস মঙ্গলবার জানিয়েছে, সংঘাত "ক্রমশ বাড়ছে"।


"অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে," বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post