বিমান বিধ্বস্তের আগমুহূর্তের ঘটনার বর্ণনা দিলেন বেঁচে ফেরা একমাত্র যাত্রী

 বিমান বিধ্বস্তের আগমুহূর্তের ঘটনার বর্ণনা দিলেন বেঁচে ফেরা একমাত্র যাত্রী

ভারতের আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির এক যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ৪০ বছর বয়সী ভাগ্যবান ওই যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ব্রিটিশ-ভারতীয় নাগরিক। ভারতীয় গণমাধ্যমগুলো তার বক্তব্য প্রচার করেছে। খবর ফাস্টপোস্টের।হাসপাতালে চিকিৎসাধীন রমেশ বলেন, ‘আকাশে ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ভীষণ জোরে আওয়াজ হয়, আর বিমানটি ভেঙে পড়ে। সব কিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়।’


এর আগে রমেশকে উদ্ধারের ভিডিওতে দেখা যায়, সাদা গেঞ্জি ও গাঢ় রঙের প্যান্ট পরিহিত রমেশ ধোঁয়া ও রক্তে মাখামাখি অবস্থায় ধীরে ধীরে হাঁটছেন। পায়ে সম্ভবত আঘাত, কারণ তার হাঁটায় ছিল স্পষ্ট খোঁড়ার ছাপ। পুলিশ জানিয়েছে, ওই যাত্রী বিমানের ১১এ নং সিটে বসা ছিলেআহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেন, ‘আমরা একজন জীবিত যাত্রীকে উদ্ধার করেছি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কতজন নিহত হয়েছেন। কারণ বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।’


বিমানটি ছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যাতে ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটি ৮২৫ ফুট উচ্চতায় উঠে আচমকা নিচে নামতে শুরু করে। এর আগে পাইলট একটি ‘মে ডে’ বার্তা পাঠান, তারপরই রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, ইঞ্জিনজনিত সমস্যা, যান্ত্রিক ত্রুটি অথবা পাখির ধাক্কা এর পেছনে দায়ী হতে পারে।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post