সহবাসের পর বীর্য বাহিরে ফেললে গুনা হয় কিনা? ইসলাম কি বলে?


 ১️⃣ সহবাসের সময় বাইরে বীর্যপাত করা (Coitus interruptus / ‘আজল’)

এটা নিজে নিজে গুনাহ নয়।

তবে স্ত্রীর অনুমতি থাকা উত্তম/প্রয়োজনীয়—কারণ এতে তার সন্তান নেওয়ার অধিকার জড়িত।

রাসূল ﷺ–এর যুগে সাহাবারা আজল করতেন, এবং তা হারাম ঘোষণা করা হয়নি।


২️⃣ সহবাস হয়ে গেলে

ভেতরে বীর্যপাত হোক বা বাইরে—সহবাস সম্পন্ন হলেই গোসল (গোসল ফরজ)।

বাইরে ফেললেও সহবাস বাতিল হয় না।


৩️⃣ রোজার সময় হলে

রোজা রেখে সহবাস করলে (ভেতরে বা বাইরে যেখানেই বীর্যপাত হোক)
👉 রোজা ভেঙে যাবে,
👉 কাজা + কাফফারা প্রযোজ্য হবে।


৪️⃣ কোনো অন্যায় নিয়ত থাকলে

যদি ক্ষতি করা, প্রতারণা বা জুলুমের নিয়ত থাকে, তখন সেটা গুনাহের পর্যায়ে যেতে পারে।


👉 সারকথা:
সাধারণভাবে সহবাসের পর বা সময়ে বাইরে বীর্যপাত করা গুনাহ নয়, তবে শারঈ আদব ও পরিস্থিতি (স্ত্রীর সম্মতি, রোজা ইত্যাদি) বিবেচ্য।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post