তরুনদের কাছে কোন দল জনপ্রিয়তায় এগিয়ে উঠে এলো জরিপে

 



আগামী নির্বাচনে তরুণদের ঝোঁক বিএনপি-জামায়াতের দিকে, এনসিপির সমর্থনও বাড়ছে: বিওয়াইএলসি জরিপ বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’ প্রতিবেদনে জানিয়েছে, দেশের তরুণ ভোটারদের মধ্যে রাজনৈতিক পছন্দে এগিয়ে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জরিপ প্রকাশ করা হয়। দেশের আটটি বিভাগের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৫০০ তরুণ-তরুণীর মতামতের ভিত্তিতে এ সমীক্ষা পরিচালিত হয়েছে। জরিপ অনুযায়ী, ১৯.৬ শতাংশ তরুণ বিএনপিকে, ১৬.৯ শতাংশ জামায়াতে ইসলামকে এবং ৩.৬ শতাংশ এনসিপিকে সমর্থন করছেন। এ ছাড়া ৯.৫ শতাংশ তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পছন্দ করেছেন।

 উল্লেখযোগ্যভাবে, ৩০ শতাংশ তরুণ এখনও ভোটের বিষয়ে সিদ্ধান্তহীন এবং ১৭.৭ শতাংশ তাদের পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক। বক্তব্য দেন বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর, মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, সিনিয়র এক্সিকিউটিভ জান্নাতুল মাওয়া এবং লিড ফ্যাকাল্টি মুনিরা সুলতানা।

 সমীক্ষায় বলা হয়, ১০–২১ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগ, ২৭ জেলা ও ১৭৫টি নমুনা ইউনিটে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপটি পরিচালিত হয়। জরিপে অংশ নেওয়া ৮৯ শতাংশ তরুণ নিবন্ধিত ভোটার এবং ৯৭.২ শতাংশ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী। নির্বাচনি প্রক্রিয়ায় ৪৯.৮ শতাংশ উত্তরদাতার অন্তর্বর্তী সরকারের অধীনে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আস্থা রয়েছে। আবার ৬৩.১ শতাংশ মনে করেন, আগের সরকারের তুলনায় এখন সামাজিক মাধ্যমে মত প্রকাশ করা আরও নিরাপদ।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post