জানা গেল সেই অঘোষিত প্রতিশ্রুতির রহস্য, যা জানলে অবাক হবেন

 

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকটের অবসান হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্যোগে। সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প বাস্তবায়নের ফলে এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন এ দুই গ্রামের বাসিন্দারা। গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তাদের পানির সংকটের কথা জানতে পারেন। তখনই তিনি টেকসই সমাধানের লক্ষ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  স্বামীর গোপনা'ঙ্গ কেটে থানায় বি'ষপানে আত্মহ'ত্যা বিশ্ববিদ্যালয় শিক্ষিকার
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশনায় এ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। একে অপরের পরিপূরক হয়ে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ন রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ  দারুণ সুখবর : মিলাদুন্নবী উপলক্ষে টানা ৩ দিনের ছুটি!
দীর্ঘদিন ধরে কারিগরপাড়া ও রেজামণিপাড়ার ১২০টি পরিবার কূপ ও ঝিরি থেকে পানি সংগ্রহ করত। বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, আগে ঝিরি ও কূপ থেকে পানি এনে পান করতে হতো। এখন ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি।
সেনাপ্রধান কর্মজীবনের শুরুতেই রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post