মৃত স্ত্রীকে নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন স্বামী, ঘটনা কী?

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল এক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, মৃত এক নারীকে নিয়ে বাইক চালিয়ে কোথাও যাচ্ছেন এক ব্যক্তি।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতে। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বাইকের পেছনে থাকা মৃত ওই নারী আসলে ওই ব্যক্তির স্ত্রী। ঘটনাটি দুদিন আগের।প্রতিবেদন অনুযায়ী, গত ৯ আগস্ট দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রামের দিকে যাচ্ছিলেন অমিত বুমরা যাদব (৩৬) ও তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫)। দেওলাপারের কাছে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। এতে জ্ঞ্যায়ার্সি রাস্তায় পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় অমিত নিজেও আহত হন।দুর্ঘটনার পর অমিত পথচারীদের কাছে সাহায্য চেয়ে চিৎকার করলেও ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো গাড়ি থামেনি। কোনো উপায় না দেখে স্ত্রীর মরদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধেই লোনারার দিকে ফিরে যাচ্ছিলেন।

হাইওয়ের একটি বনাঞ্চলে দুর্ঘটনার খবর পেয়ে দেওলাপার পুলিশ সেখানে পৌঁছালেও কোনো যানবাহন বা আহত ব্যক্তিকে খুঁজে পায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে পুলিশ তাকে শনাক্ত করে। পুলিশ জানিয়েছে, তারা অমিতকে খুমারি টোল প্লাজার কাছে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু তিনি সেখানে না থেমে চলে যান। পরে পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়িতে গিয়ে থামে।নাগপুর গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার হর্স এ পোদ্দার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post