অসুস্থ অবস্থায় জামায়াতে আমির জাতির উদ্দেশ্যে যে বিশেষ বার্তা দিয়েছেন

 

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদা আমরা নেব না, নিতেও দেব না। দুর্নীতি আমরা করব না, করতেও দেব না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর আমির সভাপতির বক্তব্যে একথা বলেন।

জামায়াত আমির বলেন, জামায়াতের আজকের প্রোগ্রামে তিন জন মারা গেছেন। এদের একজন সমাবেশস্থলে মারা যান। আল্লাহ্ তাদের জান্নাত দান করুন। তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।ডা. শফিকুর রহমান আরও বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব। এর পরপরই তিনি অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন। তার কিছুক্ষণ পরই আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করেন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post