এবার যাদেরকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে
জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, নিহত ৮৪৪ জন শহীদ যোদ্ধার পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।পাশাপাশি, আহতদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে—‘এ’ ক্যাটাগরির জন্য ২০ হাজার, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা।
সরকারি তথ্যমতে, জুলাই বিপ্লবে মোট ৮৪৪ জন নিহত এবং ১২,৮৮৭ জন আহত হন।
এর আগে শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ৯ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। ভাতাভোগীদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম।
এদিকে, গেল ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে ৭২ হাজার ৭৭ জনের তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে।
উপদেষ্টা জানান, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন সাবেক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েও অভিযোগ উঠেছে। এ নিয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান উপদেষ্টা ফারুক ই আজম।
Post a Comment