১ হাজার ফলোয়ার হলে কত টাকা পাওয়া যায়?সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগ ও বিনোদনের প্ল্যাটফর্ম নয়—অনেকের জন্য এটি একটি আয়-উৎসে পরিণত হয়েছে। অনেকেই জানতে চান, “ফেসবুকে ১০০০ ফলোয়ার হলে কি টাকা আয় করা যায়?”
উত্তরটা হলো—না, কেবলমাত্র ১০০০ ফলোয়ার থাকলেই ফেসবুক আপনাকে কোনো টাকা দেবে না। ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য অবশ্যই আপনার প্রোফাইল বা পেজকে “মনিটাইজড” বা আয়যোগ্য করতে হবে। এটি মেটার ‘Creators Program’-এর মাধ্যমে পরিচালিত হয়।
কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়?
ফেসবুক বিভিন্ন মনিটাইজেশন টুল অফার করে যেমন:
ইন-স্ট্রিম অ্যাড (ভিডিওর মধ্যে বিজ্ঞাপন)
ফ্যান সাবস্ক্রিপশনফ্যান সাবস্ক্রিপশন
ব্র্যান্ডেড কনটেন্ট
রিলস বোনাস প্রোগ্রাম
ফেসবুক থেকে টাকা পেতে হলে যা লাগবে:
পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার
বিগত ৬০ দিনে অন্তত ৬০,০০০ মিনিট ভিডিও ওয়াচ টাইম
ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও মনিটাইজেশন নীতি অনুসরণ
তবে আপনার যদি ১০০০ ফলোয়ার থাকে এবং ভিডিওর রিচ ভালো হয়, ভিউ বেশি হয় এবং কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেন, তাহলে স্পনসরশিপ বা ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে আপনি আয় করতে পারেন।
সরাসরি ফেসবুক থেকে অর্থ পেতে হলে নির্ধারিত নিয়ম পূরণ করতেই হবে। সুতরাং, কেবলমাত্র ফলোয়ারের সংখ্যার ওপর আয়ের হিসাব নির্ভর করে না।
00:04
Comments
Popular posts from this blog
ইনজেকশন পুশের ৫ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিনয়
February 11, 2025
Image
ইনজেকশন পুশের ৫ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিনয় কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন দেয়ার পাঁচ মিনিটের মধ্যে বিনয় বেহারি সেন (৬৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত বিনয় বেহারি সেন কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকায় মৃত নয়ন সেনের ছেলে ও সতাল অগ্রগামী সংঘের সাবেক সভাপতি ছিলেন তিনিনিহতের স্বজনরা জানান, গত কয়েকদিন আগে বিনয় সেনের হার্টের সমস্যা দেখা দিলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। পরে ঢাকা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর ৯ ফেব্রুয়ারি আবার বিনয় সেনের বুকে ব্যথা শুরু হলে জেলা শহরের মেডিল্যাব হেলথ্ সেন্টার নামের একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রোববার রাতেই ভর্তি করা হয়। ভর্তির পর রোগীর অবস্থা ভালো হ...
Read more
সাবেক উপদেষ্টা নাহিদ কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী
June 12, 2025
Image
সাবেক উপদেষ্টা নাহিদ কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বিস্তারিত জানতে দেখুন নিছে রিডাইরেক্ট করা হচ্ছে... আপনাকে শীঘ্রই অন্য পাতায় পাঠানো হবে। যদি পাঠানো না হয়, তাহলে এখানে ক্লিক করুন ।
Read more
মৃ’ত্যু’র আগে চারটি কথা বলে গেছে আছিয়া, সত্যের পর্দা ফাঁস
March 13, 2025
Image
মৃ’ত্যু’র আগে চারটি কথা বলে গেছে আছিয়া, সত্যের পর্দা ফাঁস Atn24news 1 minute ago Uncategorized Leave a comment 0 Views নিজেই বলে গেছে আছিয়া—কে তার উপর ভয়ংকর নির্যাতন চালিয়েছে। তার অসহায় কণ্ঠে উচ্চারিত সেই নামটি শুনে সবাই স্তব্ধ! ঘটনার শুরু দিন পরিবারের সবাই ভেবেছিল, আছিয়া হয়তো অসুস্থ। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ংকর! তার বোন জানায়, রাতে ঘুমিয়ে ছিল, এরপর. এরপর যা ঘটেছে, তা বলার মতো ভাষা নেই কারও। তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল, যাতে কিছু বলতে না পারে। সকালে যখন সবাই দেখে, আছিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে, তখন তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! মৃত্যুর আগে আছিয়া চারটি কথা বলে গেছে—যা সত্যের পর্দা ফাঁস করেছে। তার মা, স্বামী, শ্বশুর—সবাই জানত সত্য, কিন্তু ভয় আর লজ্জার কাছে হার মেনেছিল। নিচের ভিডিও টি দেখুন তবে ভালোভাবে সব কিছু বুজতে পারবেন
Post a Comment