এনসিপি নেত্রীর কাছে দুদক টাকা চেয়েছে অভিযোগ হাসনাতের, কী বলছে সংস্থাটি
স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা"–– ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর লেখা এমন একটি পোস্ট নিয়ে চলছে বেশ আলোচনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই পোস্টের প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।মি. আব্দুল্লাহ ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন, "আপনার নামে দুর্নীতির কোন অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছে থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আকতার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয় আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান।"
তবে "যাচাই-বাছাই ছাড়াই" মি. আব্দুল্লাহ দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছে দুদক। মঙ্গলবার রাতেই ওই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এছাড়া, একটি প্রতারকচক্র মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে বলেও দুদক দাবি করে।
মি. আব্দুল্লাহ যার কাছে দুদকের টাকা চাওয়ার কথা বলেছেন, সেই মাহমুদা মিতু পেশায় চিকিৎসক। পাঁচই অগাস্টের পর গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র ডেপুটি চিফ অর্গানাইজার তিনি।
Post a Comment