নতুন নেতা পেলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক বছরে মেয়াদে নতুন নেতা নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাত রশিদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইনামুল হাসান।বুধবার (২৫ জুন) নতুন নেতৃত্ব নির্বাচনে দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। পরে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সংগঠনটির মুখপাত্রের নাম ঘোষণা করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটিতে দায়িত্ব পাওয়া ২৬ জনের ২৩ জন ভোট দিয়ে নতুন বেছে নেন।
সভাপতি পদে লড়েন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত, যিনি রিফাত রশীদ নামে পরিচিত। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়া এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।
সাধারণ সম্পাদক পদের জন্য লড়েন তিন জন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগরের আহবায়ক ইব্রাহীম হোসেন মুন্না।
সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং খুলনা জেলা শাখার আহবায়ক তাসনিম আহমাদ।
মুখপাত্র পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহবায়ক মো. লিখন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Post a Comment