আগেসাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।বিবিসি বাংলাকে তিনি জানান, বুধবার রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করার পর পুলিশে দেয় কথিত জনতা। পরে সেখান থেকে তাকে হেফাজতে নিয়েছিলো ডিবি পুলিশ।
ওই দিন সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছিলো বিএনপি।
সাবেক এই তিন সিইসি হলেন- ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
00:01
Post a Comment