আবারও ‘ডিগবাজি’ দিলেন ডোনাল্ড ট্রাম্প

 আবারও ‘ডিগবাজি’ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় রোববার (২২ জুন) ওয়াশিংটন ছয়টি বাংকার-বিধ্বংসী বোমা ফেলার পর দেশটির ‘সরকার পরিবর্তন’ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে, তাহলে কেনইবা সরকার পরিবর্তন হবে না? মিগা!’ এখানে মিগা বলতে ‘মেক ইরান গ্রেট এগেইন’ বুঝিয়েছেন ট্রাম্পতবে আজ মঙ্গলবার (২৪ জুন) নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যাওয়র সময় ইরানের সরকার পরিবর্তন নিয়ে ‘ডিগবাজি’ দিলেন ট্রাম্প।


ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক। তিনি আরও বলেন, সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা অনেক নৈরাজ্য দেখতে চাই না।


আরও পড়ুনঃ ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু

সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর জবাবে সোমবার (২৩ জুন) মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এর কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post