নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র আলোচনা করতে যাচ্ছে এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। "ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে" বলেও মন্তব্য করেন তিনি। সর্বশেষ সব তথ্য জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়....সরাসরি কভারেজ
১৫ মিনিট আগেআজ বুধবার যা যা হলো
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে"। একই সাথে তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই তিনি ইরানের সঙ্গে আলোচনা করবেন। নেটো সম্মেলনস্থলে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইরানে হামলার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রণয়ন করেছে এবং ওই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের প্রায় ২০ হাজার সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েছে। এই প্রতিষ্ঠানটি ইরানের পারমাণবিক সক্ষমতা এবং এ বিষয়ক কার্যক্রম দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে।
ইরান বলেছে, যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে। বিবিসি পার্সিয়ান সার্ভিসের এক রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে। রিপোর্টে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ আল জাজিরার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
ওদিকে ইরানি পার্লামেন্ট সদস্যরা "আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা" অনুমোদন করেছেন। এই প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি।
ওদিকে পেন্টাগনের ফাঁস হওয়া একটি রিপোর্টে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা শুধু দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।
রাশিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা বা আইএইএ-এর সাথে সহযোগিতা স্থগিত করতে বাধ্য করেছে।
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
Post a Comment