ভারতের কলিজায় হাত দিল পাকিস্তান।

 ভারতের কলিজায় হাত দিল পাকিস্তান।


 

ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে বানিয়ান মারসুস। আজ শনিবার থেকে এ অভিযান শুরু হয়েছে। 


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো অভিযানের নাম নেওয়া হয়েছে কোরআনের একটি আয়াত থেকে। কোরআনের ৬১ নম্বর সুরা আস-সফ-এর ৪ নম্বর আয়াত এটি। আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ্‌ তাঁর পথের যোদ্ধাদের ভালোবাসেন, যারা পরপর সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সিসা গলা কাঠামোর মতো দৃঢ় এক অবিচল গঠন।


‘বুনিয়ানুন মারসুস’ একটি আরবি শব্দবন্ধ, যার আক্ষরিক অর্থ হলো ‘সীসা দিয়ে তৈরি কাঠামো’।


আল জাজিরা জানায়, কোরআনের প্রেক্ষাপটে, এই বাক্যাংশটি আল্লাহর পথে লড়াইরত ইসলামের অনুসারীদের ঐক্য এবং শক্তি বর্ণনা করতে ব্যবহৃত হয়।দশকের পর দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। ওইদিন ভারত-শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করা হয়। নয়াদিল্লি এ জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ওই ঘটনার পর গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর থেকে হামলা-পাল্টা হামলার খবর আসছে। ঘটছে প্রাণহানির ঘটনা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post