বাড়িতে ঢুকে বাবা-মাকে মেরে তরুণী অপহরণ

 বাড়িতে ঢুকে বাবা-মাকে মেরে তরুণী অপহরণ

গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ করা হয়। এর তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।


মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, এসময় আশপাশের বহু নারী-পুরুষ দাঁড়িয়ে থাকলেও কাউকে সেভাবে প্রতিরোধ করেন নাই।


আটক তরুণের নাম মেসকাত হোসেন সঞ্চয় (২০)। তিনি মোঘলটুলী গ্রামের বাসিন্দাভুক্তভোগীর পরিবার জানায়, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। আজ বাড়িতে হামলা, লুটপাট ও আমাদের মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করেন তারা।


প্রণোদনার সার বেচে দিলেন এক কর্মকর্তা, ফেরালেন আরেকজনপ্রণোদনার সার বেচে দিলেন এক কর্মকর্তা, ফেরালেন আরেকজন!


গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী। বাসায় ফেরার পরেই সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোড়া নিয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীকে টেনে হেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল পাঁচটার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post